আপডেট
ছাত্রী যৌন হয়রানীর দায়ে অভিযুক্ত মেহেরপুর সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আহমেদ জাফর সাদিক ( সাদিক হোসেন) ও মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, সহকারী শিক্ষক মিন্টু মিয়া, রাশেদুল ইসলাম, সোহরাভ হোসেন, নৈশপ্রহরী আকবর আলীর বিচার ও তাদের অপসারণের দাবিতে মানবন্ধনের পর এবার স্মারকলিপি দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষানুরাগী জনগণ।
বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শিক্ষানুরাগী মহলের একটি দল জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
অনতিবিলম্বে অভিযুক্তদের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। না করলে মেহেরপুরের সর্বসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলন করার কথা উল্লেখ করেছেন স্মারকলিপিতে।
লিখিত স্মারকলিপিতে তারা জানায়, মেহেরপুর সরকারী মহিলা কলেজ ও মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের মত বৃহৎ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নিপীড়ন ও যৌন হয়রানির মত মর্মস্পর্শী ঘটনা ঘটছে। নারী শিক্ষার বিকাশ ও প্রসারের লক্ষ্যে গড়ে ওঠা দুটি প্রতিষ্ঠান ক্রমশ শিক্ষার্থী নিপীড়নের অভয়াশ্রমে পরিণত হতে চলেছে। এসকল কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও স্থানীয় কিছু নোংরা প্রকৃতির মানুষ। এ ধরনের যৌন নিপীড়ক, শিক্ষার্থী নির্যাতনকারী, মূল্যেবোধ ও নৈতিকতা বিরোধী ব্যাক্তিরা কখনো শিক্ষক হতে পারেন না, তারা শিক্ষক সমাজের কলঙ্ক। শিক্ষাপ্রতিষ্ঠানের মত পবিত্র স্থান থেকে তাদের অপসারণ করা জরুরী।
প্রসঙ্গত, গত সোমবার ওই সকল অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মেহেরপুর প্রেসক্লাবের সামনের বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধন করে। মানববন্ধনের ঘটনায় মঙ্গলবার মেহেরপুর সরকারী কলেজ কতৃপক্ষ অভিযুক্ত প্রভাষক আহমেদ জাফর সাদিকের ( সাদিক হোসেন) ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে।