মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগষ্ট: “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানে মাসিক ত্রৈমাসিক পত্রিকা শিকড়’র উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে চারা বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, শিকড়’র সম্পাদক মুজাহিদ মুন্না। এসময় শিকড়’র উপদেষ্টা ও সাংবাদিক মিজানুর রহমান, ফারুক হোসেন, ফজলুল হক মন্টু, মাহাবুবুল হক পোলেন মেহেরপুর নিউজ বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফুল ইসলাম, বন্ধুসভার সভাপতি নাসিম হাইদার, সহ-সভাপতি মিয়ারুল ইসলাম, শিকড় সদস্য মোহাইমিনুর রহমান আবির, আব্দুল মান্নাফ আবু আহাম্মেদ শুভ, ইমতিয়াজ আহাম্মেদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ হাজার ৪’শ ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।