শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

November 03, 2015

আপডেট

মেহেরপুর নিউজ,০৩ নভেম্বর: মেহেরপুর নিউজসহ বিভিন্ন পত্রিকায় মানববন্ধনের সংবাদ প্রকাশিত হওয়ার পর মেহেরপুর সরকারী মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সাদিক হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানী করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কতৃপক্ষ। মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংক্রান্ত এক জরুরী সভা শেষে এ কমিটি গঠন করা হয়। কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনকে প্রধান এবং প্রভাষক নুরুল আহমেদ ও সেলিনা আখতারকে সদস্য করে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে অতিসত্তর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও নির্ধারিত সময়সীমা উল্লেখ করে দেয়া হয়নি। অধ্যক্ষ প্রফেসর আসাফ উদ দৌলার সভাপতিত্বে জরুরী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, প্রভাষক ড. গাজী

রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক খসরু ইসলাম, প্রভাষক আফতাব উদ্দিন, প্রভাষক নুরুল আহমেদ ও সেলিনা আখতার । তবে বেশ কিছুদিন থেকে অভিযুক্ত শিক্ষক সাদিক হোসেন চিকিৎসাজনিত ছুটি নিয়ে আত্মগোপনে রয়েছেন বলে কলেজ সূত্রে জানা গেছে। এদিকে, সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক সাদিক হোসেন, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝাঁ, সহকারী শিক্ষক সোহরাভ হোসেন, মিন্টু মিয়া ও একই বিদ্যালয়ের নৈশ প্রহরী আকবর আলীর বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর প্রতিবাদ করে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃতত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী

মানববন্ধনে অংশগ্রহণ করে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করে। মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকদের ফাঁসি চাই বলে বিভিন্ন রং এর প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে তারা বিচার দাবি করে। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রীদের দূর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় ওই শিক্ষকরা বিভিন্ন ভাবে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে। বক্তারা বলেন, অনতিবিলম্বে এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে, না করলে ভবিষ্যতে কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষনা দেন তারা।