মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের বড়বাজার রূপালী ব্যাংক এর সামনে থেকে মোটরসাইকেল চুরির ২৫ দিন পর মোটরসাইকেল উদ্ধার। মোটরসাইকেল চোরকে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার উজ্জ্বল মণ্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উজ্জ্বল মণ্ডল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দুধ পাতিলা গ্রামের নুরুল মন্ডলের ছেলে। গত ৫ নভেম্বর মেহেরপুর রূপালী ব্যাংকের নিচ থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়।ঐ ঘটনায় মেহেরপুর সদর থানা একটি মামলা দয়ের করা হয়।যার মামলা নং-৪৮। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিসি টিভি ক্যামেরার ফুটেজ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধ পাতিলা গ্রামের উজ্জ্বল মণ্ডলের বাড়ি থেকে মোটরসাইকেল সহ উজ্জল হোসেনকে আটক করা হয়।
মেহেরপুর সদর থানার এসআই মো: উজ্জল হোসেন এবং এসআই অরুন কুমার এ অভিযানের নেতৃত্ব দেন। পরে আসামী উজ্জ্বলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।