অন্যান্য

মেহেরপুরের চিহিৃত ডাকাত রাজ্জাককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

By মেহেরপুর নিউজ

March 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মার্চ: মেহেরপুর সদর উপজেলা নুরপুরে জনতার গনপিটুনি খেয়ে পুলিশের খাচায় আটকা পড়েছে এলাকার চিহিৃত ডাকাত আব্দুর রাজ্জাক। সে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের রজব আলীর ছেলে। সে দীর্ধ দিন ধরে এলাকায় ডাকাতি কাজের সাথে জড়িতে বলে পুলিশ জানিয়েছে। মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ মেহেরপুর নিউজকে জানান, ডাকাত আব্দুর রাজ্জাক মঙ্গলবার রাতে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে জমির ফসল চুরি করতে যায়। এ সময় এলাকাবাসীর ধাওয়া থেয়ে সে পালাতে থাকে। পরে মাঠ ভেঙ্গে পালাতে গেলে জনতা তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে গনপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল যেয়ে তাকে আটক করে জেনারেল হাসপাতালে ভর্তি করেবলে তিনি জানান।