আবু আক্তার, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ জুলাইঃ
সব্জী জেলা খ্যাত মেহেরপুর জেলায় বিভিন্ন সব্জীর সাথে এ বছর চিচিংগা চাষে ঝূঁকে পড়েছে চাষীরা।
অল্প খরচ ও পরিশ্রম কম হওয়ায় লাভজনক চাষ চিচিংগা অন্যান্য বছরের তুলনায় জেলায় এ বছর বেশী পরিমান চাষ করেছে জেলার কৃষকরা।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রামের সব্জী চাষী আবুল কালাম জানান,আমি বিভিন্ন ধরনের সব্জী চাষ করে থাকি। গত বছর সামান্য পরিমান এ ফসলটির চাষ করেছিলাম। গত বছর অন্যান্য সবজঈর চেয়ে চিচিংগাতে ভাল লাভ হওয়ায় এ বছর আমি ২ বিঘা জমিতে এ ফসলটির চাষ করেছি।
আশা করছি এ বছর চিচিংগা বিক্রি করে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ করতে পারব।
একই কথা জানালেন, উজলপুর গ্রামের গোলাম মোস্তফা, চিচিংগা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। তাছাড়া বাজার দর ভালো থাকায় বিঘাপ্রতি ১৪/১৫ হাজার টাকা খরচ করে খরচ বাদে ১৫-২০হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে।
মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম জানান, কৃষি বিভাগের হিসেবে এবার জেলায় ৫০ হেক্টর জমিতে চিচিংগার চাষ হয়েছে। সবজি হিসেবে চিচিংগা বাজারে বিক্রির পাশাপাশি অনেক চাষী বীজ হিসেবেও চাষ করছে। আশা করা যাচ্ছে আগামীতে এ জেলাতে আরো বেশি চিচিংগার চাষ করবে চাষীরা।