মেহেরপুর নিউজ, ১৪ জানুয়ারি:
মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনি বলেন, মেহেরপুরে চালের দাম তেমন বাড়েনি, যা বেড়েছে তা স্বাভাবিক হয়ে এসেছে, পুরোপুরি স্বাভাবিক হতে এক সপ্তাহ লাগবে। তিনি আজ সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও খাদ্য অফিস আয়োজিত জেলার চাল ব্যবসায়ী ও চাল মালিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, চালের মুল্যে স্থিতিশীল রাখতে বর্তমান সরকার নানা রকমের প্রণোদনা ও সুবিধা দিচ্ছে। তারপরও চালের দাম বৃদ্ধি পাওয়া চরম উদ্বেগের বিষয়। এসময় তিনি ব্যবসায়ীদের কাছে চালের দাম বৃদ্ধির কারণ জানতে চান। বৈরী আবহাওয়া, জাতীয় নির্বাচন, শ্রমিক স্বল্পতা এবং উৎপাদন কমে যাওয়াকে দায়ী করেন ব্যবসায়ীরা।
মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, মেহেরপুরে চালের দাম দেশের অন্যান্য জেলার মতন এতটা বড়েনি। যা বেড়েছে তা স্বাভাবিক হয়ে এসেছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। এসময় জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল হালিমসহ জেলা চাল ব্যবসায়ী ও চাল মলিকরা উপস্থিত ছিলেন।