মেহেরপুর নিউজ :
বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া ও গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে খ্রীস্টান ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়ায় শতবর্ষীয় চার্চে ও গাংনী উপজেলার নিত্যানন্দপুর চার্জে করা হয়েছে বড়দিনের মূল প্রার্থনা। বড়দিন উপলক্ষে চার্চগুলাে সাজানো হয়েছে নানা রঙে। করা হয়েছে আলোক সজ্জা। চার্চ প্রাঙ্গণে বসেছে ৭দিন ব্যাপী মেলা। তৈরি করা হয়েছে গোশালা। বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। প্রার্থনা শেষে তারা কীর্তন গানের মধ্য দিয়ে পরিদর্শন করবেন গোশালাগুলো। এছাড়াও বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছ পিঠাপুলি থেকে শুরু করে সুস্বাদু নানা ধরণের খাবার।
আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা দিনটি পার করবেন। নিজেদের পাপমুক্তি ও পরিবারের কল্যান কামনায় তারা গীর্জাগুলোতে প্রার্থনা করবেন। প্রার্থনা করবেন পরপারে পাড়ি জমানো স্বজনদের জন্য। এদিকে,চার্জ,গীর্জা ও মেলা এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।