বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চক্রে ভালনারেবল উইমেন বেনিফিট উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ

By মেহেরপুর নিউজ

December 31, 2024

মেহেরপুর নিউজঃ

২০২৩-২০২৪ চক্রে ভালনারেবল উইমেন বেনিফিট উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

মেহেরপুর সিডিপির উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে আমদহ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা প্রধান অতিথি উপস্থিত থেকে চাল বিতরণ করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, সিডিপির কো অর্ডিনেটর জ পি বিশ্বাস,ডাস বাংলা ব্যাংকের প্রতিনিধি এমদাদুল হক। পরে সেখানে ১৪৭ জনের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পল্লীৃ উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন ।