অন্যান্য

মেহেরপুরে ঘুমন্ত ব্যাক্তির উপর প্রাইভেট কার

By মেহেরপুর নিউজ

May 24, 2015

মেহেরপুর নিউজ,২৪ মে: মেহেরপুর শহরের উপকন্ঠে ব্রাক অফিসের কাছে রাস্তায় পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় এব ব্যাক্তির গায়ের উপর প্রাইভেট কার তুলে দিয়েছে এক চালক। রেববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

জানাগেছে, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রমের বদর উদ্দিনের ছেওলে আশরাফ উদ্দিন ব্যাক অফিসে কাজ শেষে ক্লান্ত হয়ে পড়ে। এসময় সে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েন। এদিকে এক প্রাইভেট কার চালক (ঢাকা মেট্রো-গ ২৫-৭৯২৭) তার গাড়ি ঘুমন্ত আশরাফের গায়ের উপর তুলে দেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজোন এসে কারের নিচ থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেণ । স্থানীয়রা কারসহ চালককে আটক করে।