মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুন: শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগীতায় মেহেরপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ফোন- প্রথম আলো ইন্টারনেট ক্যাম্প । মেহেরপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী পৃথক পৃথক ক্যাম্পে অংশ নেয়। অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্টানগুলি হল- মেহেরপুর সরকারী উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় এবং মেহেরপুর পৌর কলেজ। গত ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলে এই আইটি ক্যাম্প। এই ইন্টারনেট ক্যাম্প অনুষ্টানে শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য দেন- প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য। প্রতিটি ক্যাম্প অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য দেন- মেহেরপুর বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক, মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান ও মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ্য একরামুল আযীম শিমুল। অনুষ্ঠানে গ্রামীণ ফোনের পক্ষে বক্তব্য দেন- গ্রামীণ ফোনের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ মাকসুদ। অনুষ্টানে ইন্টারনেট সমস্ত জগৎ ও জীবনকে পাল্টে দিচ্ছে। তরুণ প্রজম্মের ভবিষ্যৎ জীবনকে এগিয়ে নিতে ইন্টারনেট খুলে দিয়েছে বিপুল সম্ভাবনার দ্বার। খুলে দিয়েছে তথ্য ও জ্ঞানের ভান্ডার। ইন্টারনেট ব্যাবহারের কারণে বিশ্ব এখন হাতের মুঠোয়। আর নতুন প্রজম্মের শিক্ষার্থীদেরকে এই বিষয়ক ধারনা ও জ্ঞান হাতে কলমে পরিচয় করিয়ে দিতেই এই আইটি ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ইন্টারেট ব্যাবহার ও সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন ওয়েব সাইডের সাথে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন- গতবার অনুষ্ঠিত প্রথম আলো-গ্রামীণ ফোন ইন্টারনেট উৎসবে বিজয়ী মেহেরপুর জেলার আই জিনিয়াস হিমেল। অনুষ্ঠানে প্রথম আলো’র মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য বলেন- আগামীর বিশ্বে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে যাবে। তখন যে কম্পিউটার পরিচালনা ও ইন্টারনেট ব্যাবহার জানে না, তাকে নিরক্ষর মানুষ হিসাবে সংজ্ঞায়িত করা হবে। তাই আধুনিক তথ্য প্রযুক্তির এই বিশ্বে নিজের জ্ঞান ও তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে নিজেকে গতিশীল করতে ইন্টারনেটের কোন বিকল্প নেই। সে কারণেই গতবারের মত এবারও প্রথম আলো-গ্রামীণ ফোন সারা দেশের মত মেহেরপুর জেলাতেও ইন্টারনেট উৎসব করবে।
গতবার শুধুমাত্র মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে এই ইন্টারনেট উৎসব পালিত হয়। কিন্তু এবার আগামী অক্টোবর-নভেম্বর মাসের দিকে মেহেরপুরের তিনটি শিক্ষা প্রতিষ্টানে জেরার বিভিন্ন স্কুল ও কলেজের হাজার হাজার ছেলেমেয়েদের অংশগ্রহনে এই উৎসব অনুষ্টিত হবে। এভাবেই প্রথম আলো’র শ্লোগান- বদলে যাও, বদলে দাও- একদিন বাস্তবে রূপ নিয়ে গড়ে উঠবে সুখী সমৃদ্ধশালী গণতন্ত্রিক আধুনিক বাংলাদেশ।