মেহেরপুর নিউজ:
স্বাস্থ্য অধিদপ্তরের লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল কৃমি নিয়ন্ত্রণ এবং ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষন ব্যবস্হাপক মেজর (অবঃ) ডা.লুৎফর রহমান,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনারুল, ইসলাম শাহজামান,ডা. তানভিরা নিশাত,ডা. ইনজামামুল হক, প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন।