মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে: আজ মঙ্গলবার সকালে আইএফডিসির উদ্যোগে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় গুটি ইউরিয়া প্রয়োগ ও প্রযুক্তির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। উপজেলার কোলা গ্রামের মাঠে মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক আলেক চাদঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন। বক্তব্য রাখেন,কৃষি বিশেষজ্ঞ ডাঃ সাহরুখ আহমেদ, ফসলুল হক । বক্তারা বলেন, গুটি ইউরিয়া ব্যবহার করলে সার এর পরিমান কম লাগে,খরচ কম হয় এবং ফলন বেশি পাওয়া যায়।