তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া গ্রামে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় লকডাউন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৩/০৫/২০২০ ইং) তারিখে পোড়াপাড়া গ্রামে ঢাকা থেকে আসা এক ব্যক্তির করোনা পজিটিভ হওয়ায় উপজেলা প্রশাসন পজিটিভ রোগীর বাড়িসহ আশেপাশে আরো ৯টি পরিবারকে লকডাউন করে দেয়।
এমন পরিস্থিতিতে উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান নিজস্ব অর্থায়নে লকডাউন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। আজ মঙ্গলবার দুপুরে লকডাউন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় ইউপি সদস্য ফিরোজ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।