বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 14, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪শ গ্রাম গাঁজা সহ জাহাঙ্গীর হোসেন এবং আনোয়ার হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে মেহেরপুর শহরের গোরস্থান পাড়া এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন এবং আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন আবু তাহেরের ছেলে। এবং আনোয়ার হোসেন ঝন্টু মিয়ার ছেলে।

জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে জাহাঙ্গীর এবং আনোয়ারকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।