বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজাসহ দম্পতি আটক

By মেহেরপুর নিউজ

December 30, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন এবং তানিয়া ইসলাম নামের এক দম্পতিকে আটক করেছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেল শ্যামপুর গ্রাম থেকে নাজমুল হোসেন ও তানিয়া ইসলামকে আটক করা হয়। আটক নাজমুল হোসেন সদর উপজেলা সুবিদপুর উত্তর পাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তানিয়া ইসলাম নাজমুল হোসেনের স্ত্রী।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই প্রহলাদ, এএসআই নুর আলম সহ বৈকুন্ঠপুর পুলিশের সহযোগিতায় শ্যামপুর স্কুল পাড়া থেকে তাদেরকে আটক করেন। এ সময় পুলিশ স্বামী স্ত্রীর কাছ থেকে ৪ কেজি গাজা উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।