বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

By মেহেরপুর নিউজ

December 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার দিবাগত রাতে মেহেরপুর শোলমারী সড়কের ফতেপুর ইনভাটার কাছ থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে।বর্তমানে সে মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ায় ভাড়াবাড়িতে বসবাস করছে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদনমোহরের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার ফতেপুর ইনভাটার কাছে উৎপাতে থাকে। এ সময় আনোয়ার হোসেন নাম্বার বিহীন মোটরসাইযোগে ওই এলাকা অতিক্রম করার সময় তার গতিরোধ করে। এ সময় আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এবং তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা আদায় করা হয়েছে।