মেহেরপুর্ নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারি:
গর্ভবতী ও ৪ কেজি ওজনের ছাগল জবাই করে বিক্রি করার অপরাধে মাংস বিনষ্ট করা সহ মানিক নামের এক কসাইয়ের লাইসেন্স বাতিল করে মেহেরপুর পৌরসভা। কসাই মানিক মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার জুড়ুন কসাইয়ের ছেলে।
আজ শনিবার সকাল পোনে ১১ টার দিকে পৌর পরিষদের একটি দল শহরের বড়বাজার মাংস পট্টিতে অভিযান চালিয়ে কসাই মানিক সহ ও তার মাংস গুলো জব্দ করে পৌরসভায় নিয়ে আসে। পরে পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু কসাই মানিকের লাইসেন্স বাতিল করার আদেশ দেন। এবং সেই সাথে জব্দকৃত মাংস কেরোসিন দিয়ে বিনষ্ট করার নির্দেশ দেন। এসময় পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, আল মামুন, ফয়েজ উদ্দিন, রিয়াজতুল্লাহ, মনিরুল ইসলাম প্রমুখ।