মেহেরপুর নিউজ,১০ মে: মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে রোববার দুপুরে জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরিন গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস , কে এম আতাউল হাকিম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন
মিলু। পরে প্রধান অতিথি গম কেনার উদ্বোধন ঘোষনা করেন। মেহেরপুর সদর উপজেলায় ২৮ টাকা কেজি দরে ১৮৪৫ মেট্রিক টন গম ক্রয় করা হবে। এদিকে সদর উপজেলার আমঝুপি খাদ্য গুদামে গম সংগ্রহরে উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস , সদর উপজেলা অওায়ামীলীগেনর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আমঝুপি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন , কারিগরী খাদ্য পরিদর্শক ইশরাত জাহান। পরে প্রধান অতিথি বিক্রেতাদের মাঝে চেক বিতরণ করেন। আমঝুপিতে ২৮ টাকা কেজি দরে ১৩০০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।