মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ডিসেম্বর: “আমরা দূর্নীতি মুক্ত স্বচ্ছ বাংলাদেশ চাই” এই শ্লোগানে এবার নিজেরাই গণকবর পরিষ্কার অভিযানে নামলেন মুক্তিযোদ্ধারা।
আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের গণকবর এবং মেহেরপুর সরকারী কলেজ মোড়ে অবস্থিত গনকবর পরিষ্কার অভিযান চালান। এ অভিযানে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাজেদুর রহমান খান তাদের সাথে শরিক হন।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র্যালী শুরু হয়ে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের গণকবর এবং পরে সেখানে থেকে কলেজ মোড়ের গণকবর পর্যন্ত প্রদক্ষিন করে। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান, জেলা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগাঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া সহ মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, এখন থেকে বছরের সবসময় এ গণকবর পরিষ্কার রাখা হবে।