এক ঝলক

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে ৩ জন আক্রান্ত

By মেহেরপুর নিউজ

April 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলায় প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগী সংখ্যা। শনিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৩ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন- মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানিয়েছেন- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের যে নমুনা পাঠানো হয়েছিল তারমধ্যে ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে যার ৩ জনের রিপোর্ট পজেটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন ও অপর জন মুজিবনগর উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।

শনিবার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছিলো মেহেরপুর জেলায় নতুন ৩ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৭ জন। এর মধ্যে সদর উপজেলার ১২ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১০ জন। ।  এ নিয়ে মেহেরপুর জেলায় সর্বমোট প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৬ হাজার ৫ শ ২৩ টি ।  এদের মধ্যে  সুস্থ  হয়ে বাড়ি ফিরেছেন ৭৭৭ শ জন এবং মৃত্যুবরণ করেছে ১৯ জন।

সবাইকে সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যাবহার , জন সমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।