মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ।
এ নিয়ে বর্তমানে জেলায় মোট ১২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ৫২ জন, গাংনী উপজেলার ৫২ ও মুজিবনগর উপজেলার ১৭ জন রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্থসহ মোট ৪ হাজার ২৮০ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে রাতে জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৪ জন, গাংনী উপজেলা ২ জন ও মুজিবনগর উপজেলা ১ জন । এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্য বরণ করেনি। এ জেলায় মোট ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৮২ জন, গাংনী উপজেলায় ৫৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৩৯ জন।