মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ২৪ ঘন্টায় ১টি ফলোআপসহ নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত। শুক্রবার রাত সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৯৮ জন। ৫২ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৬ জন।
নতুন আক্রান্ত মেহেরপুর যুব উন্নয়নের ইন্সপেক্টর জামির হাসান তিনি বর্তমান ঈশ্বরদীতে নিজ বাড়িতে অবস্থান করছেন। অপরটি ফলোআপ গাংনী হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ১৮ জনের রিপোর্ট এসেছে যার ২টি পজিটিভ বাকি ১৬ জনের নেগেটিভ । নতুন পজিটিভ ১টি মেহেরপুর সদরের অপরটি গাংনীর (ফলোআপ পজিটিভ) । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয় ।