এক ঝলক

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮৮

By মেহেরপুর নিউজ

July 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে করোনা আক্রান্তে মৃত্যুও । গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার ৫২ জন,  গাংনী উপজেলার ৩২ জন এবং মুজিবনগর উপজেলায় ৫ জন আক্রান্ত।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৩৪ জন। ১২৪৩ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮   পর্যন্ত এই জেলায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২১ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২২ জন ও ১৪ জন মুজিবনগর এলাকার বাসিন্দা।

রবিবার  স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছে করোনা পরীক্ষর জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৬৩ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৮৮ জনের পজিটিভ।  মেহেরপুর জেলায় গতকাল শনিবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ জন, নতুন ৮৮ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৬৩৪ জন। এর মধ্যে সদর উপজেলার ২২৬ জন, গাংনী উপজেলার ৩০০ জন ও মুজিবনগর উপজেলার ১০৯ জন।