মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলাজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে করোনা আক্রান্তে মৃত্যুও । গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গাংনী এলাকায়। গাংনী এলাকায় এক দিনে ৩৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ২৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৫ জন আক্রান্ত।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৪ জন। জেলায় ১২৪৩ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮ পর্যন্ত এই জেলায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৫ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২০ জন ও ১২ জন মুজিবনগর এলাকার বাসিন্দা।
বুধবার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে জানানো হয়, করোনা পরীক্ষর জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৪২ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৬৬ জনের আক্রান্ত। মেহেরপুর জেলায় গতকাল মঙ্গলবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৭জন, নতুন ৬৬ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫১৪ জন। এর মধ্যে সদর উপজেলার ১৯৬ জন, গাংনী উপজেলার ২২১ জন ও মুজিবনগর উপজেলার ৯৭ জন।