মেহেরপুরে নতুন আরও ১টি ফলোআপ সহ ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৫৬ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ৫টি পজিটিভ রিপোর্ট যার মধ্যে ১টি ফলোআপ ৪ টি নতুন আক্রান্ত ও বাকি ৫১ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন ।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৮শ ৬৯ জনের মধ্যে ৮০ টি পজেটিভ এর মধ্যে ২৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৫ জন।