মেহেরপুর নিউজ:
মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর থেকে সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রাতে তার মধ্যে ৫৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার তার মধে ২৯টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২০৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২২, গাংনী উপজেলায় ৫৯ ও মুজিবনগর -২৩ জন।
জেলাতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২ জন। তার মধ্যে সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর উপজেলায় ৪০ জন।
মেহেরপুর জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২০৯৬, গাংনী উপজেলায় ১৭৭৯ ও মুজিবনগর উপজেলায়৬৫৮ জন।
মঙ্গলবার মেহেরপুর জেলায় ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ১ হাজার ৯৪২ ডোজ। জেলাতে এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৯ হাজার ৬৮১ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২৪ হাজার ৭৯৯ ও মহিলা-৪ লক্ষ ৮৪ হাজার ৮৮২। ১ম ডোজ-৫ লক্ষ ১৩ হাজার ৪৩১ ও ২য় ডোজ-৩ লক্ষ ৮৯ হাজার ৭২৪ এবং ৩য় ডোজ-৬ হাজার ৫২৬।