মেহেরপুর নিউজ:
মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। রবিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর থেকে সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রাতে তার মধ্যে ৫৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রবিবার তার মধ্যে ২৬টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৫২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৭, গাংনী উপজেলায় ৪৭ ও মুজিবনগর উপজেলায় ১৮ জন। এ পর্যন্ত জেলাতে মৃত্যুবরণ করেছে ১৮২ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর উপজেলায় ৪০ জন। জেলাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫২৩ জন। তার মধ্যে সদর উপজেলায় ২০৮৬, গাংনী উপজেলায় ১৭৭৯ ও মুজিবনগর-৬৫৮ জন। এছাড়াও ট্রান্সফার্ড- ১৩৭ জন।
রবিবার ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ২ হাজার ৩৩৭ ডোজ । এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৪ হাজার ৬৭৭ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২১ হাজার ৯৯২ ও মহিলা-৪ লক্ষ ৮২ হাজার ৬৮৫। এর মধ্যে ১ম ডোজ ৫ লক্ষ ১১ হাজার ৩৫৮ ও ২য় ডোজ-৩ লক্ষ ৮৭ হাজার ৭৩১ এবং ৩য় ডোজ ৫ হাজার ৫৮৮।
সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে সিভিল সার্জন