মেহেরপুর নিউজ:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে আক্রমণ করেছে এই মারণ ভাইরাস করোনা। ফলে মেহেরপুরে মোট কোভিড (Covid-19) আক্রান্ত বর্তমানে ১২৫ জন মানুষ।
মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এই ১৫ জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
যে ১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৯ জন এছাড়াও গাংনী উপজেলার আলমপুর গ্রামের বুলবুল, ইদ্রিস আলী মোহাম্মদপুর, সুফিয়া খাতুন গাংনী থানাপাড়া, আব্দুল হাকিম ব্যাংকার ও মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের নুরজাহান ও আসাদুজ্জামান।
সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৫৩ জনের রিপোর্ট এসেছে যার ১৫ টি পজিটিভ। নতুন পজিটিভ গুলো মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনী উপজেলার ৪ জন ও মুজিবনগর উপজেলার ২ জন। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় । আসে।
এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৫ শ ১০ জনের মধ্যে বর্তমানে ১২৫ টি পজেটিভ।৩৬৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১১ জন
সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছে সিভিল সার্জন।