বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

By Meherpur News

March 25, 2025

মেহেরপুর নিউজ:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহানাজের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠানের বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমুখ।