করোনাভাইরাস

মেহেরপুরে গণটিকা কার্যক্রমের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 07, 2021

মেহেরপুর নিউজ:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে গনটিকা দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর পৌরসভা, গাংনী পৌরসভা সহ জেলার ১৮ টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণ টিকা দেওয়া হয়। গণটিকা কার্যক্রমের প্রথম দিনে মেহেরপুর পৌর এলাকার ৯ টি ওয়ার্ডে ১ হাজার ৮শ জন (প্রতিটি ওয়ার্ডে ২শ জন করে) গাংনী পৌর সভায় ২৪৩ জন এবং মেহেরপুর জেলার ৩টি উপজেলার ১৮ টি ইউনিয়নে ১০ হাজার ৮শ (প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য ৬শ জন করে) টিকা দেওয়া হয়।

মেহেরপুর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে টিকা নেওয়ার জন্য নারী-পুরুষ স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন মেহেরপুর শহরের দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা, সদর উপজেলার বুড়িপোতা এবং আমঝুপি, মুজিবনগর উপজেলার দারিয়াপুর এবং মোনাখালী, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদ,গাংনী পৌরসভা ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ- আল- আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন সরকার, সদর থানার ওসি শাহ দারা খান,মুজিবনগর থানার ওসি আবুল হাশেম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন উপস্থিত ছিলেন।

এদিকে টিকা দেওয়া কালিন সময়ে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ৯টি কেন্দ্র পরিদর্শন করেন।