অন্যান্য

মেহেরপুরে খাদ্য ও ঔষধ বিক্রেতাদের কর্মশালা

By মেহেরপুর নিউজ

January 28, 2016

মেহেরপুর নিউজ, ২৮ জানুয়ারী: মেহেরপুরে পিএসিই প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যেগে ও পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য ও ঔষধ বিক্রেতাদের সাথে “ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ও ওয়েভ ফাউন্ডেশনের পিএসিই প্রকল্পের সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন। কর্মশালায় মেহেরপুর জেলার ২৫ জন খাদ্য ও ঔষধ বিক্রেতা অংশগ্রহন করেন।