মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে খরিপ -১ (২০১৩/১৪) মৌসুমে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ফসলের প্রদর্শনী ভুক্ত কৃষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রোববার মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিমের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক চৈতণ্য কুমার দাস। বক্তব্য রাখেন বীজ প্রত্যায়ন এজেন্সী বিভাগের বহির্গমন কর্মকর্তা রফিকুল ইসলাম ,কৃষি বিশেষঞ্জ ড. আখতারুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জোবাইদুর রহমান, প্রমুখ। প্রশিক্ষনে সদর উপজেলার ৫০ জন কৃষক অংশ গ্রহন করেন।