মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা পরিচালিত হবে। আগামী ২১ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা পরিচালিত হবে।
এজন্যে সকল বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তারদের ইউনিফর্মসহ ওজন পরিমাপ যন্ত্র, উচ্চতার স্কেল ও দৃষ্টি শক্তির আইচার্ট নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এ ব্যাপারে সকল বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
২১ এপ্রিল সকাল থেকে ক্ষুদে ডাক্তাররা কার্যক্রম শুরু করবে। মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয় মোট ৫ হাজার ৫শ জন ক্ষুদে ডাক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে।