মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সেখানে ছেলে ও মেয়েদের ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘলাফ, লৌহবল ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছেলে-মেয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।