বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার বর্ণাঢ্য উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 14, 2025

মেহেরপুর নিউজ:

তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ছেলেমেয়েরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।অতিরিক্ত জেলা প্রশাসন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী।এর আগে প্রধান অতিথি জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছেলে-মেয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।