মেহেরপুর নিউজ,১১ আগষ্ট: মেহেরপুরে নোভেল্টা বেষ্টওয়ে ফার্মাসিটিউক্যালস এর উদ্যোগে ক্যালসিয়াম ওরোটেট এর নতুনত্ব ও সম্পুরক থেরাপি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডা. মিজানুর রহমান, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. এম এ বাশার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাজাহান আলী, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম মারুফ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেণ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট ডা. আবু বকর সিদ্দিকী। সেমিনারে বক্তব্য রাখেন ডা. তাপস কুমার সরকার, ডা. অলোক কুমার দাস, ডা. আব্দুস সালাম প্রমুখ।