অন্যান্য

মেহেরপুরে “ক্যাফেটেরিয়া” নামে আরো একটি ফাস্ট ফুড সপের যাত্রা শুরু

By মেহেরপুর নিউজ

July 17, 2015

মেহেরপুর নিউজ, ১৭ জুলাই: মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে “ক্যাফেটেরিয়া” নামে আরো একটি ফাস্ট ফুড সপের যাত্রা শুরু হলো। শুক্রবার বিকালে মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, ক্যাফেটরিয়ার স্বত্বাধিকার নাহিদ হাসান খান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।