মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করে আশ্রয়ন প্রজেক্টের ঘরের কাজ উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলের দিকে প্রায় কোটি টাকার সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
জানা গেছে, মনোহরপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তি ৭৮ শতাংশ সরকারি জমি দখল করে সেখানে চাষাবাদ করে আসছিলেন। সর্ব শেষ ঐ জমিতে তামাক লাগান তিনি। অভিযানের সময় উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলেন পুলিশ, ব্যাটালিয়ন আনসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ। পরে সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান, মনোহরপুর মৌজার মনোহরপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক ব্যক্তি ৭৮ শতাংশ সরকারি জমি (বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা) দখল করে সেখানে চাষাবাদ করে আসছিল। পরে আমরা জানতে পেরে সরকারি ঐ সমস্ত জমি উদ্ধার করি। এবং সেখানে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করার জন্য উদ্বোধন করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।