মেহেরপুর নিউজ, ২৮ মে: ” আম, লিচু, ফলমূলে ভরপুর, আমাদেরই মেহেরপুর “। মেহেরপুরে এখন আম লিচুর ভরা মৌসুম। নিরাপদ, বিষমুক্ত, সতেজ আম- লিচু সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন বাগান ও আড়তগুলোতে অভিযান চালিয়েছে মেহেরপুরের পুলিশ।
মঙ্গলবার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি এবং জেলা পুলিশ বিভিন্ন আম ও লিচুর আড়ত ও বাগানে সরেজমিনে অভিযান পরিচালনা করে।
মেহেরপুরের পুলিশ সুপার মোহামম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো আম লিচুতে যাতে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বনেট, কার্বাইড, ফরমালিন মেশাতে না পারে এবং অপরিপক্ক আম- লিচু বাজারজাত করতে না পারে। একই সাথে মেহেরপুরবাসীকেও এবিষয়ে সতর্ক থাকতে এবং কোনো অনিয়ম এবং অসঙ্গতি দেখলে পুলিশকে অবহিত করার আহবান জানিয়েছেন।