মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর: “কেঁচো সার ব্যবহার করি, অধিক ফসল ঘরে তুলি” এই শ্লোগানে দিনব্যাপী সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কৃষকদের নিয়ে কেঁচো কম্পোষ্ট সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কৃষি বিভাগের সহযোগিতায় সদর উপজেলা আমঝুপি কুঠি বাড়িতে সি,ভি ভার্মি কম্পোষ্টের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষক আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত ওসমান।বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৈাহিদুল ইসলাম কৃষিবিদ আজাহার হোসেন।কর্মশালায় ৫০ জন চাষী অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কেঁচো কম্পোষ্ট সার ব্যবহার করলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় পাশাপাশি অধিক ফলন পাওয়া যায়।