মেহেরপুর নিউজ:
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ও মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি শেষ বর্ষের ৩৮ জন শিক্ষার্থী ৩ দিনের শিক্ষ সফরে মেহেরপুর আসলে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর মিলনায়তনে মত বিনিময় হয়।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বক্তব্য রাখের কৃষিবিদ প্রফেসর ড. মতিউল ইসলাম, শিক্ষার্থী ইমরান হোসেন প্রমুখ্য। গত ১৫ অক্টোবর থেকে ৩৮ জন শিক্ষার্থী মেহেরপুর জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আজ শুক্রবার মেহেরপুর ত্যাগ করেন।