মেহেরপুর নিউজ, ৯ জুন :
মেহেরপুর জেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগের উদ্যোগে কৃষি শুমারী উপলক্ষে র্যালীর আয়োজন করা হয়।
রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শুরু করে র্যালীটি বাদ্দ্যের তালে তালে শহরের প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে “কৃষি শুমারী সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” শীষক শ্লোগানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদদ হোসেন।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর রাকিবুল হাসান, জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, এসএ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২০ জুন পর্যন্ত শুমারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।