মেহেরপুর নিউজ, ১০ জুন :
মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে কৃষি শুমারীর কাজ শুরু করা হয়েছে।
রবিবার রাতে জেলা প্রশাসক এর বাস ভবনে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নাম অন্তর্ভূক্তি করনের মধ্যদিয়ে কৃষি শুমারীর উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সবাইকে কৃষি শুমারীর কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
আগামী ২৩ জুন পর্যন্ত এ কৃষি শুমারী চলবে। এদিকে কৃষি শুমারী করার লক্ষে জেলায় মোট ৭ শ ২৩ জন গননাকারী, ১ শ ১১ সুপার ভাইজার, ১১ জন জোনাল কর্মকর্তা এবং ১ জন শুনানী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।