মেহেরপুর নিউজ, ২৫ ফেব্রুয়ারী:
‘টাটকা সব্জি যদি চান, নিজেই করুণ এর বাগান’ প্রতিপাদ্যে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি সমাপতি অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চেলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মছেবাহুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শুশান্ত কুমার হালদার, বারাদি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহিদুল আমিন।
শেষে মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের মেলায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।