মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: সবজি চাষে নারীদের সম্পৃক্ত ও গুটি ইউরিয়া সার প্রয়োগে উৎপাদন বৃদ্ধি করে নারী ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর কুষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কেবি চৈতন্য কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে আপি ওয়ালমার্টের কার্যক্রম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফডিসি বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ইশরাত জাহান। আরো বক্তব্য বাখেন আপির এফএমও সানজিদা ইসলাম, ফারজানা সুলতানা, ফাতেমা জান্নাত, এফএস কৃষ্ণা রানী, গার্ডেন স্পেসালিষ্ট নাহিদ সুলতানা। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সবজি চাষে নারীদের আরো সম্পৃক্ত, গুটি ইউরিয়া সার ব্যবহার করে ইউরিয়া সার সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধি বিষয়ে কৃষাণীদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে বলে জানান আপি ওয়ালমার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।