মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর:
বীজ ও উদ্যান বিভাগে অনভিজ্ঞ ব্যাক্তিকে সদস্য পরিচালক নিয়োগ করে বীজ কার্যক্রমের অগ্রযাত্রাকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রতিবাদে ২ ঘন্টা কর্মবিরতী পালন করেছে বিএডিসিতে কর্মরত কৃষিবিদরা।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেহেরপুরের আমঝুপি ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অফিস কক্ষে এ কর্মবিরতী পালন করে তারা। এ সময় সেখানে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতণ্য কুমার দাস, বিএডিসি’র পাট বীজ প্রকল্পের উপপরিচালক আলমগীর মিঞা, বীজ প্রক্রিয়াজাত করনের উপ-পরিচালক এস এম রেজাউল হুদা , কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা, টিসি’’র উপরিচালক মিনহাজ উদ্নি আহমেদ চৌধুরী, ডাল ও তৈল বীজ খামারের উপপরিচালক একেএম কামরুজ্জামান, ডাল ও তৈল বীজ প্রক্রিয়াজাত করণের উপ-পরিচালক আ¤ি^য়াতুন নেসা, আমঝুপি সব্জী খামারের উপ-পরিচালক জহুরুল ইসলাম,বারাদি খামারের উপ-পরিচালক মজিবর রহমান খান, সিনিয়র সহকারী পরিচালক মির্জা শফিকুল ইসলাম, সহকারী পরিচালক কামরুজ্জামান খান, ফরুক হোসেন প্রমুখ।