কৃষি সমাচার

মেহেরপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

May 06, 2024

মেহেরপুর নিউজ:

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার এই প্রতিপাদকে সামনে রেখে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভর্তুকি কার্যক্রমের কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিম হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।