বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আলুর কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে, পেঁয়াজ ও আলুর কমিশন গ্রহণের লক্ষ্যে কৃষকদের প্রতিনিধিত্বের জন্য সংসদে ও জাতীয় কমিটি গুলোতে শতকরা ১০ জন সদস্য অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন সোহাগের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, শেরপুর সদর উপজেলা কমিটির আহবায়ক এস এম স্বাধীন, সদস্য সচিব উজ্জল হোসেন তানভীর, পৌর শাখার সভাপতি কাদের মিয়া প্রমুখ। মানববন্ধনে কৃষকরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন।