মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় শীত জেঁকে বসেছে। রবিবার ভোর থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে। ১০ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। ঘন কুয়াশা ও শীতে শহরে মানুষের আনাগোনা কম।
পৌষ মাসের শেষ দিকে এসে মেহেরপুর এমন কুয়াশার দেখা মিলল। তবে প্রায় এক সপ্তাহ ধরেই মেহেরপুরে সকাল–বিকেলসহ রাতের তাপমাত্রা কম ছিল। তবে ঝলমলে রোদ ছিল।হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনাও কমেছে।
যাঁরা বের হয়েছেন, মোটা ও গরম কাপড় পরে এসেছেন।হঠাৎ করে মৃদু শৈত প্রবাহ শুরু হওয়ায় শিশু এবং বয়স্ক মানুষ বিপাকে পড়েছে। চলতি মাসে শৈত্য প্রবাহ আরো বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।